কর্পোরেট অফিসে বসন্ত বরণ : আহা আজি এ বসন্তে…. TAD Group বাঙ্গালি সংস্কৃতির স্বকীয় বৈশিষ্ট্যগুলো দীর্ঘদিন ধরে পালন করে আসছে সেই ধারাবাহিকতায় এবারের বসন্ত বরণ। ঐতিহ্য ও সংস্কৃতিতে বাংলাদেশ পৃথিবীর অন্যতম সম্মৃদ্ধ দেশ। শত শত বছর ধরে সংস্কৃতি বাঙ্গালির রক্তে মিশে আছে। অফিসে কাজের পাশাপাশি দেশীয় আচার- অনুষ্ঠান, উৎসব উদযাপন এসব TAD Group এর নিয়মিত আয়োজন। থোকা থোকা পলাশ ফুলের ব্যাকগ্রউন্ডে বিভিন্ন রকমের দেশীয় খাবারে সাজানো ছিলো অফিসের একটি কর্নার। ব্যবস্থাপনা পরিচালক জনাব আশিকুর রহমান তুহিন স্যার নিজ হাতে কর্মীদের সবাইকে খাবার তুলে দেন এবং কর্মীদের Sustainable Relationship স্থাপনে অনুপ্রাণিত করেন।